Latest News

6/recent/ticker-posts

Ad Code

সময় মতো বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ Mid-Day Meal কর্মীদের




সময় মতো বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ Mid-Day Meal কর্মীদের


পূর্ব বর্ধমান, সঞ্জিত কুড়ি: 

সময়মতো বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বর্ধমান সি এম এস স্কুলের মিড্ডেমিলের কর্মীরা।তারা বলেন করোনা পরিস্থির মধ্যে দীর্ঘ লকডাউনের মধ্যেও তারা নিয়মিত স্কুলে এসেছেন।প্রতিদিন স্কুলের প্রায় হাজার বাড়োশো শিশুর রান্না করা স্কুলের ছেলেদের খাওয়া দেওয়া সমস্থ কাজি আমাদের করতে হয়।


কর্মীরা বলেন, আমাদের ১২মাসের বেতন দেওয়ার কথা ছিলো সেখানে দশ মাসের বেতন দেয় তাও আবার সময় মত আমরা বেতন পাইনা।৫০ টাকা বেতনে তাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে বলে জানান মহিলারা।


তাদের দাবি বেতন বাড়ানো হোক। এমন কি পূজোর সময় কোন বোনাসও পাননা তারা। বর্ধমান সি এম এস স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন এদের বেতনের বিষয়টা বর্ধমান পৌরসভা তাদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি পাঠিয়ে দেয়।এতে আমাদের কোন হাত নেই।


মহিলাদের কাজের প্রশংসা করে প্রধান শিক্ষক বলেন মহিলারা মিড্ডে মিলের সমস্থ রকমক কাজ তারা করেন।এদের মায়নার বিষয়ে উপর মহলে জানাবো।বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিস্যার অমিত গুহো বলেন স্কুল কতৃপক্ষ যদি সময় মত বিল পাঠায় যা হলে আমরা সঙ্গে সঙ্গে বিল প্রেমেন্ট করে দি।আমাদের কাছে কোনো বিল পরে থাকে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code