নিম্ন মানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা



ধূপগুড়ির ঝাড় আলতাগ্রাম-২ নং গ্রাম পঞ্চায়েতে ১৫/৮২ নং পাঠে পথশ্রী প্রকল্প অভিযানের আওতায় রাস্তা নির্মাণের কাজে নিম্ন মানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। 


এদিন তারা কর্মরত ঠিকাদারের গাড়ি এবং নির্মান সামগ্রী আটকে দেন এবং নিম্ন মানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এমনকি কাজের মান দেখতে আসা জেলা পরিষদের কর্মরত উদ্ধতর্ন ব্যক্তিদেরও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। তারা জেলা পরিষদ প্রশাসনেল সামনেই নিম্ন মানের কাজ দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বেশ কয়েকটি অভিযোগ তোলেন। 


বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ঝাড় আলতাগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান যিতেন্দ্র নাথ রায়। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের নিম্নমানের কাজের কথা বলে গ্রামবাসীদের কথাকে সমর্থন করেন। 

 
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজের কোনোরুপ ফলক লাগানো হয়নি। এর ফলে কত টাকার কাজ হচ্ছে তা গ্রামবাসীরা বুঝতে পারছেন না। এছাড়াও খুবই নিম্ন মানের কাজ হচ্ছে, যা রাস্তা তৈরির কয়েক মাসের রাস্তা ভেঙে যাবে বলে গ্রামবাসীদের মনে করছেন। এছাড়াও সংশ্লিষ্ট গ্রামবাসীরা রাস্তার কাজের বিবরন চাইলে ঠিকাদার সাফ-সাফ জানিয়ে দেন যে রাস্তার কাজের কোনোরুপ বিবরন হয়না, এমনই জানিয়েছেন গ্রামবাসীরা।