৫০-এও নেট দুনিয়া কাপাচ্ছেন মালাইকা অরোরা
আরবাজের খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর পেজ থ্রিতে ঝলমলিয়ে উঠছেন মালাইকা অরোরা। ৪৭-এ পা দিয়েও যেকোনো অভিনেত্রীকে গ্ল্যামারে পিছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি। এবার প্রকাশ্যে এল চোখ ঝলকানো ছবি।
সর্বাঙ্গাসনে মালাইকা কীভাবে নিজেকে মেলে ধরেছেন, ছবি থেকেই পাওয়া যায় সেই আভাস। নীল রঙের পোশাক পরে সর্বাঙ্গাসন শুরু করেন মালাইকা। কীভাবে ওই আসন করবেন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই বিবরণও দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি নিজের ওই সর্বাঙ্গাসনকে 'মালাইকাস মুভ অফ দ্য উইক' বলেও বর্ণনা করে নায়িকা।
আরবাজের সঙ্গে মালাইকার বিচ্ছেদের পিছনে রয়েছেন অর্জুন কাপুর এমনি চলছে গুঞ্জন। মালাইকা কবে অর্জুন কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন কিনা তা নিয়ে এখনো মুখ খোলেননি মালাইকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊