তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত




তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত। রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ভবনে দলে যোগ দিলেন তাঁরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। 


তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন পিয়া সেনগুপ্ত। ভিক্টোরিয়াল মেমোরিয়াল অনুষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি নিয়ে সোচ্চার হয়ে তিনি বলেন, গতকাল যে ঘটান ঘটেছে তাতে ধিক্কার জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সহ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু নেতাজি জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে বিজেেপিকে কটাক্ষ করেছে। তাঁরা প্রশ্ন তোলেন নেতাজির "সুভাষচন্দ্রের সঙ্গে রামের কী সম্পর্ক?


উল্লেখ্য, শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অভিনেতা সৌরভ দাস। চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ওয়েব সিরিজে বেশ পরিচিত মুখ সৌরভ দাস। তৃণমূলে যোগ দিয়ে সৌরভ দাস বলেন, 'সৎ থেকে মানুষের জন্য কাজ করব। মানুষের জন্য কাজ করার অনুপ্ররণা একমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'