কোচবিহার জেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী জেলাশাসক একাদশ
২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস পালিত হয়েছে সারা দেশজুড়ে। নানাবিধ অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। একদিকে কেন্দ্রের তরফে দিনটিকে পরাক্রম দিবস ও অন্যদিকে রাজ্যের তরফে দেশনায়ক দিবস হিসেবে পালন করা হয়। এদিকে নেতাজির জন্ম দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ শনিবার কোচবিহার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এদিনের এই ম্যাচে জয় লাভ করে জেলাশাসক একাদশ। শনিবার কোচবিহার স্টেডিয়ামে জেলাশাসক একাদশ 7 উইকেটে কোচবিহার প্রেস ক্লাবকে হারিয়েছে। প্রথমে প্রেসক্লাব 12 ওভারে 39 রানে অলআউট হয়। ম্যাচের সেরা অমিত সরকার 12 রানে অপরাজিত থাকেন। বিষ্ণু সরকার 8 রানে নেন চার উইকেট।
জবাবে জেলাশাসক একাদশ ৮.৫ ওভারে 3 উইকেটে 40 রান তুলে নেয়। জেলাশাসক পবন কাদিয়ান 10 রান করেছেন। বিক্রম রায় 8 রানে নেন 2 উইকেট। অনুষ্ঠানের শেষে পুরস্কার তুলে দেন জেলাশাসক পবন কাদিয়ান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊