Latest News

6/recent/ticker-posts

Ad Code

জননেতা কমল গুহর ৯৩ তম জন্মোৎসব পালন দিনহাটায়

জননেতা কমল গুহর ৯৩ তম জন্মোৎসব পালন দিনহাটায়


অরবিন্দ শর্মা,দিনহাটাঃ 

কমল গুহ জন্মোৎসব কমিটির পরিচালনায় হেমন্ত বসু কর্ণারে জননেতা কমল গুহের প্রতিকৃতিতে মাল্যাদানের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। 

জননেতা কমল গুহর পুত্র বিধায়ক উদয়ন গুহ আজ স্যোসাল মিডিয়ায় বাবার ছবি পোস্ট করে লেখেন-

"বাবার আজ ৯৪ তম জন্মদিন। অনেক দিন হলো প্রয়াত হয়েছেন তবুও শুধু আমার হৃদয়েই নয় অবস্থান করেন সাধারণ মানুষের হৃদয়ে। প্রনাম জানাই,তোমার আশীর্বাদ হোক আমার চলার প্রেরণা।" 

কমল গুহের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দিনহাটা শহরের শহীদ হেমন্ত বসু কর্নার মুক্ত মঞ্চে। এই অনুষ্ঠানে উজ্জ্ববর্ণার নৃত্য দর্শকদের মন জয় করে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code