দিল্লির একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা






প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক আন্দোলনে উত্তাল হল রাজধানী। দিল্লির একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা । পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


সিঙ্ঘু, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলোই এবং আরও একাধিক জায়গায় ২৬ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।


এদিকে দিল্লির আইটিও-তে নিজের ট্রাক উল্টে মারা যান এক আন্দোলনকারী কৃষক, জানায় দিল্লি পুলিশ। 








লালকেল্লার মাথায় যেখানে জাতীয় পতাকা তোলা হয়, সেখানে নিজেদের পতাকায় তুললেন কৃষকরা।লাল কেল্লায় তেরঙ্গা, লাল, হলুদ পতাকা ওড়ালো আন্দোলনরত কৃষকেরা, ট্র্যাক্টর মিছিল আটকাতে ব্যর্থ দিল্লি পুলিশ।