প্রাথমিক টেট নিয়ে বড় ঘোষনা হাইকোর্টের
৩১শে জানুয়ারি রবিবার রাজ্য জুড়ে হতে চলেছে প্রাথমিক টেট। ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশের পর বিভিন্ন কারণে স্থগিত থাকার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষনা মতো ৩১শে জানুয়ারি হচ্ছে প্রাথমিকে নিয়োগের টেট পরীক্ষা। সেই পরীক্ষার আগেই বড়সড় ঘোষণা কলকাতা হাই কোর্টের। ৩১ জানুয়ারির প্রাথমিক টেট পরীক্ষায় মামলাকারী প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদেরও বসার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী টেট সংগঠিত করতে গত বছরের ডিসেম্বরে ফের বিজ্ঞপ্তি জারির পরেই সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের বক্তব্য, যাঁরা ২০১৭ সালের পর প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন তাদেরও টেটে বসার সুযোগ দিতে হবে। বৃহস্পতিবার মামলার শুনানির পর মামলাকারী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের দাবিকে মান্যতা দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
সব পক্ষের বক্তব্য শোনার পর মামলাকারীরা যাতে পরীক্ষায় আবেদন করতে পারে তারজন্য ২৯শে জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা। এদিন হাইকোর্টের নির্দেশে তাদের দাবি মান্যতা পেল।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊