"রাজ্যে ক্ষমতায় এলে সাইকেলের পরিবর্তে প্রত্যেককে স্কুটি দেওয়া হবে।’’-ভোটের মুখে প্রতিশ্রুতি সৌমিত্র খানের!
রাজ্যে বিধানসভা ভোট আসতে খুব বেশি দেরি নেই। বাংলার আসলে কোন দল বসবেন তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যে অনেক দলই প্রতিশ্রুতি দিচ্ছেন।
সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের ঘোষণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজসাথী প্রকল্পের সাইকেলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হবে স্কুটি। এছাড়া এদিন তিনি বিধানসভা ভোটে বিজেপি জিতলে প্রতি বাড়িতে চাকরির সংস্থান করার প্রতিশ্রুতিও দেন।
রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় এলে সাইকেলের পরিবর্তে প্রত্যেককে স্কুটি দেওয়া হবে।’’
প্রসঙ্গত উল্লেখ্য,সাইকেলের পরিবর্তে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘এতেই বোঝা যাচ্ছে বিজেপি বুঝে গিয়েছে, বাংলা দখল এতো সোজা নয়। তাই উল্টোপাল্টা বকছে। দেশের মানুষকে কত দিয়েছে, তা সকলেই জানে।’’
খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ‘‘আজ বিজেপির সভায় লোক হয়নি। তাই যা খুশি বলে চমক দিচ্ছে। এখানে বিজেপির কোনও স্থান নেই। লোকসভা ভোটে সৌমিত্রকে খণ্ডঘোষের মানুষ ডজন গোল দিয়েছে।’’
এছাড়া বুধবার খণ্ডঘোষের বেড়ুগ্রামের সভায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকেও এক হাত নেন সৌমিত্র। ‘ঠেঙ্গিয়ে পগার পার’ মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘‘বিজেপিকে ঠেঙ্গিয়ে পগার পার করার আগে উনিই চলে যাবেন রাজনীতি থেকে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊