১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত বাম-কংগ্রেস: অধীর চৌধুরী
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে একে একে শক্তি বৃদ্ধি করার পালা চলছে বিজেপি ও তৃণমূল। এবারের ভোটে বিজেপি-কেই মূল বিরোধী হিসেবে দেখছে রাজনৈতিক মহল। তবে দৌড়ে রয়েছে বাম- কংগ্রেস জোটও। বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ভিত শক্ত করতে নেমে পড়েছে বামফ্রন্ট ও কংগ্রেসও। এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে অনেকটা এগোল বাম ও কংগ্রেস।
আজ দুপক্ষের বৈঠক হয়। আর বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, এখনও পর্যন্ত ১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। পরের ধাপে বাকি ১০১টি আসন নিয়ে সমঝোতা আলোচনা হবে। এই মুহূর্তে বিধানসভার প্রস্তুতি তুঙ্গে। ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে চলছে নির্বাচন কমিশনও।আসন ভাগাভাগিতে আপাতত এগিয়ে রইল বামেরা। ১৯৩টি আসনের মধ্যে বামেরা ১০১ ও কংগ্রেস পেল ৯২টি আসন।
এর আগে ৭৭ টি আসনে সমঝোতা হয়েছিল বাম - কংগ্রেসের। ২০১৬-র বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল বাম ও কংগ্রেস। গত ২৫শে জানুয়ারী বৈঠক হয় দুপক্ষের। সেখানে সিদ্ধান্ত হয়। যে দল যেখানে জিতেছিল, সেই আসনে এবারও সেই দল প্রার্থী দেবে বলেও চূড়ান্ত হয়। সেই মতোই চলছে প্রস্তুতি।
অধীর চৌধুরী এদিন জানিয়েছেন, এদিনের ১১৬টি আসনের মধ্যে কংগ্রেস পাচ্ছে ৪৮ ও বামেরা পাচ্ছে আরও ৬৮টি আসন। অতএব জোট সমঝোতায় আসা মোট ১৯৩টি আসনের মধ্যে কংগ্রেস ৯২টি আসন ও বামেরা আসন পেল মোট ১০১টি। সুতরাং ২৯৪টি মধ্যে এখনও ১০১টি আসন ভাগাভাগি বাকি রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাকি আসন ভাগাভাগি কাজ সম্পূর্ণ করে ফেলা হবে বলে এদিন বৈঠক শেষে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বিমান বসু বলেন, ‘সার্বিক দিক থেকে দেখতে গেলে আমাদের প্রধান শত্রু হল বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল–বিজেপি বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তাদের আমরা বামপন্থীরা, বামপন্থী সহযোগী ও জাতীয় কংগ্রেস স্বাগত জানাচ্ছি।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊