করোনা ভ্যাকসিন তৈরির পুণের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন
পুণের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, গোটা ইনস্টিটিউট জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এই সিরামেই তৈরি হয়েছে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড।
জানা গেছে, কোভিশিল্ড সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক প্রশাসনিক ভবনে আগুন লাগে। সূত্রের খবর, ক্ষতিগ্রস্থ হয়নি কোভিশিল্ড ভ্যাকসিন। বেশ কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত এই প্রতিষ্ঠান। যে অংশে আগুন লেগেছে, তার আশেপাশের অঞ্চলে কোভিশিল্ড নয়, তৈরি হয় বিসিজি ভ্যাকসিন।
জানা যাচ্ছে, যে স্থানে ভ্যাকসিন তৈরি হচ্ছে তা থেকে বেশ খানিকটা দূরেই আগুন লেগেছে। ফলে ক্ষতিগ্রস্থের হাত থেকে রেহাই পেয়েছে। করোনারোধী ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার পক্ষ জানা গিয়েছে, প্রশাসনিক একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলে আগুন লাগে। সেই ভবনে সিরামের যে কর্মচারীরা বসেন, তাদের অক্ষত অবস্থাতেই নিরাপদ স্থানেই সরিয়ে নিয়ে যাওয়াও গিয়েছে বলে খবর।
Maharashtra: Fire breaks out at Terminal 1 gate of Serum Institute of India in Pune. More details awaited. pic.twitter.com/RnjnNj37ta
— ANI (@ANI) January 21, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊