ওকড়াবাড়ি ব্যবসায়ী সমিতির দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলেন আইসি, উঠল ধর্মঘট- খুললো দোকানপাঠ  




তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তাল দিনহাটার অদূরেই ওকড়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির দাবি দাওয়াকে মেনে নিয়ে তা পূরন করার আশ্বাস দিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত। গতকাল ওকড়াবাড়ী বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলের জেরে গুলিবিদ্ধ হয় একজন ব্যবসায়ী। পাশাপাশি, দোকান পাঠ ঠিক মতো বন্ধ না করেই প্রানের ভয়ে পালাতে হয় ব্যবসায়ীদের। আজ তারই প্রতিবাদে সকাল ৬টা থেকে আন্দোলনে পথ অবরোধ ও ওকড়াবাড়ী বাজার ধর্মঘট করেন ব্যবসায়ী সিমিত। প্রায় ৫শত দোকানদার ও স্থানীয় মানুষজন এই অবরোধে সামিল হন। 


ব্যবসায়ী সমিতির দাবি দাওয়া- 

১। বাজারে অস্থায়ী পুলিশ ফারির ব্যবস্থা করতে হবে। 

২। বাজারে সিসি ক্যামেরা বসাতে হবে। 

৩। বাজার ও ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 

৪। গুলিকান্ডে জড়িত দুস্কৃতিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। 

৫। ওকড়াবাড়ী বাজারের আরজি পার্টিকে নিঃশর্তে ছাড়তে হবে। 


দীর্ঘ সময় যাবত আন্দোলন চালিয়ে যাওয়ার পর বিকেল ৩টা নাগাদ দিনহাটা থানার আইসি ঘটনাস্থলে পৌঁছান । উপরিউক্ত দাবি দাওয়া লিখিতভাবে আইসি-র কাছে প্রেরণ করে ওকড়াবাড়ী ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রেজাউল করিম ও অন্যান্য ব্যবসায়ীরা। দাবি পত্রে স্বাক্ষর করে সেই দাবি দাওয়ায় মেনে নেওয়ার আশ্বাস দেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত। কি বললেন আইসি সঞ্জয় দত্ত, দেখুন ভিডিও- 
Posted by Sangbad Ekalavya on Saturday, January 2, 2021