Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫ মালিক সংগঠনের ডাকে তিনদিন বাস ধর্মঘট




৫ মালিক সংগঠনের ডাকে তিনদিন বাস ধর্মঘট



জ্বালানির মূল‍্য দিন দিন বাড়ছে। রেকর্ড বৃদ্ধি হয়েছে ডিজেলেরও। আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিয়ে পাঁচ বাস মালিক সংগঠন। পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে সেকথা জানালো মালিক সংগঠন। চিঠিতে সংগঠনের তরফে তেলের দাম কমানোর আর্জি জানানো হয়েছে। সেইসঙ্গে জিএসটি চালু করারও দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে।


জ্বালানির উপর চাপানো কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ উৎপাদন শুল্ক কমিয়ে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। ক্রমাগত দাম বৃদ্ধির জেরে ধর্মঘটের রাস্তায় হাঁটল রাজ্যের একাধিক বাসমালিক সংগঠন।


জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সিদ্ধান্তে পৌঁছেছি ডিজেলের মূল্যবৃদ্ধি কমাতে হবে, ভাড়া বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে, এর প্রতিবাদে রাজ্যে পরিষেবা দিতে পারব না। এদিকে, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাফাই, মহামারীর জন্য তেল-উত্পাদনকারী দেশগুলিতে উত্পাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চড়ছে। তার ফলেই বাড়ছে জ্বালানির দাম।


বাস ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার হবে সাধারন মানুষ তা বলাইবাহুল‍্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code