২৮, ২৯, ৩০ জানুয়ারি ৭২ ঘন্টা বাস ধর্মঘটের ডাক বাস মালিক সংগঠনের
এবার পশ্চিমবঙ্গ ৭২ ঘন্টা চরম দুর্ভোগের মুখোমুখি হতে চলেছেন নিত্যযাত্রীরা। আন্দোলনের হুঁশিয়ারি আগেই ছিল। এবার তা পূরণের পালা বেসরকারি বাস-মিনিবাস মালিকদের।
বাস মালিকদের পাঁচটি সংগঠন ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি, টানা তিনদিন একযোগে ধর্মঘটের ডাক দিল। যদি এই ধর্মঘট রাজ্য সরকারের মধ্যস্থতার ফলে শান্ত হয় তবে ভালো নয়তো তীব্র চাঞ্চল্য হতে চলেছে বাংলায়।
পশ্চিমবঙ্গ সহ পুরো দেশ করোনার জেরে হওয়া লকডাউন পরবর্তী অবস্থাকে কাটিয়ে উঠে এখন স্বাভাবিক ছন্দে ফিরছে। নিত্যযাত্রীদের অপরিহার্য যানবাহনগুলো রাস্তায় নেমেছে। কিন্তু এরপর থেকেই অসুবিধায় পড়েছে বেসরকারি বাস ও মিনিবাসগুলি।
ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তত তেমনই দাবি বাস মালিকদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊