এক শিক্ষকের আর্থিক সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘে ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ



নিজস্ব সংবাদদাতা, শচীন পাল:- মানবদরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তীর আর্থিক সহযোগিতায় এবং ভারত সেবাশ্রম সংঘের বাঁকুড়া শহর শাখার ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ ব্যাগ,স্কুল ব্যাগ, খাতা, জ্যামিতি বক্স,কলম, পিচ্ বোর্ড সহ বিভিন্ন শিক্ষা উপকরন তুলে দেওয়া হলো শনিবার। 


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমগ্র ভারত সেবাশ্রম সংঘের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী অরুনানন্দ জী মহারাজ সহ বিশিষ্ট সন্ন্যাসী বৃন্দ এবং বাঁকুড়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।স্বামীজী মহারাজ, তাঁর বক্তব্যে বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরনের এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য হেরম্ব বাবুর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি জানান,এর আগেও করোনা বিপর্যয়ে বিপর্যস্ত মানুষের সেবাকার্যের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হেরম্ববাবু।


উল্লেখ্য,হেরম্ব বাবুর বাড়ি বাঁকুড়া জেলাতেই। ২০০৪ সালে বাঁকুড়া জেলার পাঁচমুড়া মহাবিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে হেরম্ববাবু তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক। শিক্ষা দানের পাশাপাশি মানবসেবাকেও নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে হেরম্ববাবু নানা সমাজসেবা মূলক কর্মসূচিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি জানান আগামী দিনেও তিনি এভাবেই সমাজসেবা করে যেতে চান।