কমিউনিস্টদের থেকেও রাজ্যকে পিছিয়ে দিয়েছেন মমতা: অমিত শাহ 




একে একে ভাঙন ধরেছে তৃণমূলে। একাধিক হেভিওয়েট নেতা গেরুয়া মুখী। গতকালকেই রাজীব, রুদ্রনীল সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছে। স্বাভাবিকভাবে শক্তিশালী হচ্ছে বিজেপি। তৃণমূল নেতার বিজেপিতে যোগদানের সভায় রাজ্যে ফের পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। রবিবার দুপুরে দিল্লি থেকে ভার্চুয়াল ভাষণে তিনি বলেন, নবাগতদের বিজেপিতে যোগদানে নিশ্চিতভাবে শক্তিশালী হবে দল। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলকে ছুড়ে ফেলবে বলেও জানান অমিত শাহ। 




এদিন অমিত শাহ বলেন, ‘১০ বছর আগে কমিউনিস্ট সরকারের অবসান ঘটিয়ে যখন তৃণমূল সরকার গড়ল তখন মমতা দিদি রাজ্যে পরিবর্তনের স্লোগান দিয়েছিলেন, মা – মাটি – মানুষের সরকার হবে। এখন ১০ বছর পিছন ফিরে দেখলে দেখা যায় মা – মাটি – মানুষের স্লোগান অদৃশ্য হয়ে গিয়েছে। তার জায়গায় স্থান নিয়েছে স্বৈরশাসন, তোষণ ও তোলাবাজি। কমিউনিস্টরা যেখানে রেখে গিয়েছিলেন তার থেকেও নীচে নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জনতা আপনাকে মাফ করবে না’। 




ক্ষমতায় এসে কৃষক, বেকার ও সরকারি চাকুরেদের মর্যাদা দেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি মমতা বন্দোপাধ‍্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ‘যখন গোটা দেশ জুড়ে মোদীজির নেতৃত্বে গরিব মানুষের কল্যাণের কাজ চলছে তখন পশ্চিমবঙ্গে শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রী করার প্রকল্প চালু রয়েছে।’ রবিবার ডুমুরজলায় সভা করার কথা ছিল অমিত শাহের। কিন্তু দিল্লীর বিস্ফোরণের জেরে সফর বাতিল হলেও ভার্চূয়ালি বক্তব‍্য রাখেন তিনি।