ভোটে স্বচ্ছ্বতা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন



ভোটে স্বচ্ছ্বতা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পুলিসি নিরপেক্ষতা নিয়ে কড়া হল কমিশন। এবারের নির্বাচনে নিজের এলাকা বা নিজের কর্মরত থানায় পোস্টিং দেওয়া হবে না পুলিশ কর্মীদের। এতদিন এই ব্যবস্থা ভোটকর্মীদের মধ্যে চালু থাকলেও এবার পুলিশ কর্মীদের জন্য একই ব্যবস্থা করছে কমিশন। 


নির্বাচনে স্বচ্ছতা ও পুলিসি নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দল গুলি পাশাপাশি রাজ্যপালও সরব হওয়ায় নির্বাচন কমিশন আরও কড়া হাতে দমন করতে চাইছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কমিশনের তরফে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অভিযোগের সত্যতা মিললে এবার আর বদলি নয়, সোজা সাসপেন্ড। এই ব্যবস্থায় নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ্ব ও নিরপেক্ষতা বজায় থাকবে বলেই মনে করছে কমিশন। 


নির্বাচন স্বচ্ছ ও পুলিশি নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ পালন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।