উত্তরে পিসির পর এবার ভাইপো

মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 

সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই উত্তরের মাটিতে পা রাখছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি । 

জানা গেছে আগামী ৬ জানুয়ারি বুধবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে পুজো দিতে আসবেন তৃণমূল যুব কংগ্রেসের  সভাপতি অভিষেক ব্যানার্জি ।  তার আগেই শনিবার বিকেলে জেলা প্রশাসনিক কর্তারা নিরাপত্তার দিক খতিয়ে দেখতে উপস্থিত জল্পেশ মন্দিরের সরোবরে । 

এদিন মন্দিরের মূখ্য দুই প্রবেশদ্বার সহ গোটা মন্দির চত্বর পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ আধিকারিকেরা ।