অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি বন্ধ থাকছে এবছরেও! 



বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনা। আর এর জেরেই চলতি বছরেও অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত প্রায় না খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি, এমনি জানালো দেশের স্বাস্থ‍্য মন্ত্রক। যদিও তেমনভাবে করোনার থাবায় বিধ্বস্ত হয়নি দেশটি। এই দেশে ২২হাজারের মতো করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে যার মধ‍্যে প্রাণ হারিয়েছে ৯০৯জন। 


দেশের প্রতিটি মানুষকে ভ‍্যাকসিনের আওতায় আনা গেলেও পুরোপুরি করোনা থেকে রোখা যাবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ‍্য মন্ত্রক। সোমবার 'অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন'কে স্বাস্থ্য বিভাগের সেক্রেটারি ব্রেনডন মারফি একথা জাানান। 


সংবাদসংস্থা সূত্রে জানা যায়, টিকা নেওয়ার পরও নরওয়েতে কয়েকজন বয়স্কের মৃত্যু হয়েছে ফলে অস্ট্রেলিয়া একটু সময় নিতে চাইছে। প্রসঙ্গত, গত বছরের মার্চ থেকে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। এর ফলে অসংখ্য অস্ট্রেলীয় বিদেশে আটকে পড়েছেন।