রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই একাধিক নিয়ম পরিবর্তন করলেন জো বাইডেন 



প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহু বিতর্কে ইতি টেনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন জো বাইডেন। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ‍্যারিস। আর প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনলেন বাইডেন। প্রায় ১৫টি অর্ডারে সই করেছেন বাইডেন। যার মধ্যে অভিবাসন নীতি থেকে কোভিড বিধিতে পরিবর্তন এনেছেন তিনি।


যেসব পরিবর্তন আনলেন বাইডেন: 

বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার নামে চিনের সাথে করোনা ভাইরাসের যোগের অভিযোগ তুলে সরে দাড়ায় আমেরিকা, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুনরায় যুক্ত হল আমেরিকা।

বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় তৎপর হল বাইডেন সরকার। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে আমেরিকা যাবে বলেও জানান তিনি। 

ছোটবেলায় অবৈধভাবে আমেরিকায় গিয়েছেন তাঁদের সুরক্ষা দিচ্ছে বাইডেন প্রশাসন।

ট্রাম্প মুসলিম এবং আফ্রিকার বিভিন্ন দেশে যাতায়ত নিয়ে নিষেধাজ্ঞা করেছিল যা তুলে দিলেন বাইডেন। 

করোনা মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন জো বাইডেন। মানতে হবে শারীরিক দূরত্ব। রাজনৈতিক সভা, গণপরিবহনে মানতে হবে নিয়মবিধি।


মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য যে জরুরি তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এদিন তা বাতিল করেছেন জো বাইডেন।


মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে রূপান্তরিতদের কোনও বাধা থাকছে না।

ফের চালু হবে এইচ-ওয়ান-বি ভিসা। 

প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর অভিবাসী নীতিতেও পরিবর্তন হবে জানালেন বাইডেন। এতে উপকৃত হবেন প্রায় ৫ লক্ষ ভারতীয়। এইচ-ওয়ান-বি ভিসা পেতে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না।