টাকা নিয়ে পালাতে গিয়ে গণ ধোলাই খেলো এক যুবক



ময়নাগুড়িঃ হাতে থাকা টাকা নিয়ে পালাতে গিয়ে গন ধোলাই খেলো এক যুবক । ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি নতুন বাজারের ধূপগুড়ি বাস টার্মিনার্স এলাকায় । 

জানা গেছে, এক মহিলা এটিএম থেকে টাকা তুলে বাইরে বেরিয়ে আসেন। সেই সময় ওই মহিলাটির হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালাতে থাকে এক যুবক। 

মহিলার চিৎকার শুনে তৎক্ষণাৎ ওই যুবক কে ধরে ফেলেন স্থানীয় লোক জনেরা। এরপর শুরু হয় গণ ধোলাই। 

ময়নাগুড়ির এক স্থানীয় বাসিন্দা বিলু গুন গিয়ে ওই যুবককে উদ্বার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসেন। বিলু বাবু বলেন, " আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। ভিড় দেখতে পেয়ে সেখানে যাই এবং দেখি একজনকে সকলে মারছে। পুরো ঘটনা জানার পর তাকে ময়নাগুড়ি পুলিশের হাতে তুলে দেই। এই ধরণের ঘটনা ময়নাগুড়িতে এর আগেও হয়েছে। কিন্তূ এবার হাতে নাতে ধরে ফেলেছে মানুষজন।" 

যদিও পরে অবশ্য ওই যুবক মহিলার কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন। সূত্রের খবর ওই যুবকের বাড়ি ফাটাপুকুর এলাকায়। তবে এখনো তার সঠিক নাম এবং ঠিকানা জানা যায়নি। ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।