চোখের আলো প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 




সামনে নির্বাচন। এখন সবার চোখ ২১ এর মসনদ দখল। রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক কর্মসূচিও গ্রহণ করেছে। আজ আর এক নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।  

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন 'চোখের আলো'  প্রকল্পের। এই প্রকল্পে  সমগ্র রাজ্যে বিনামূল্যে বয়স্কদের ছানি অপারেশন এবং চশমা প্রদান করা হবে। 


এছাড়াও সরকারি বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী জানান সরকারি প্রাক প্রাথমিক স্তরের সমস্ত ছাত্রছাত্রীর অকাল রেটিনা ক্ষয় রোধ করা এই প্রকল্পের মূল লক্ষ্য।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘সরকারি স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪ লক্ষ পড়ুয়ার চক্ষু পরীক্ষা করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও শিশুদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা হবে। ২০২৫-এর মধ্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা। কাল থেকে পর্যায়ক্রমে চালু হবে প্রকল্প।’