নতুন বছরে ভারতীয় রেল যাত্রীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এলো




নতুন বছরে ভারতীয় রেল যাত্রীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এলো। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা বারোটায় সাংবাদিক সম্মেলন করে সেই সুযোগ সুবিধার খবর জানান রেলমন্ত্রী পীযূষ গয়াল। 

আজ থেকে অনলাইনে রেলের টিকিট বুকিং আরও সহজ হচ্ছে। আগে এক মিনিটে ৭ হাজার ৫০০ টিকিট বুক করা যেত। আজ থেকে এক মিনিটে ১০ হাজার টিকিট বুকিংয়ের সুযোগ পাবেন যাত্রীরা। এমনিতেই ডিজিটাল ইন্ডিয়ায় যাত্রী সাধারণ রেল স্টেশনের কাউন্টারে দাঁড়িয়ে টিকিট বুকিংয়ের থেকে বাড়িতে বসে অনলাইনে টিকিট বুকিং করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তাই আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু করা হয়। এই ওয়েবসাইট উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি আইআরসিটিসি-র ওয়েবসাইট আপগ্রেড হবে তত অনলাইন টিকিট পরিষেবা সহ ভারতীয় রেলের যাবতীয় অনলাইন পরিষেবা উন্নত ও দ্রুততর হবে। 

নতুন বছরে রেলযাত্রীদের জন্য যে সকল সুযোগ সুবিধা আসতে চলেছে-একনজরে

  • এক মিনিটে ১০ হাজার টিকিট বুক করা যাবে। 
  • টিকিট বুকিং সংক্রান্ত কোনও সমস্যার উত্তর দিতে সেখানে যাত্রী পরিষেবা ২৪ ঘণ্টার জন্য থাকবে দিশা চ্যাটবট। ইউজাররা সেখানে নিজেদের প্রশ্ন রাখতে পারেন। 

  • একই সঙ্গে পে লেটার সিস্টেমের সুবিধা দিতেও তৈরি ভারতী রেল। মানে এখন টিকিট বুক করুন পরে মূল্য চুকিয়ে দেবেন। 
  • টিকিট বুকিং এর সময় খাবার এবং হোটেল বুকিং এর সুবিধাও থাকবে।