কোচবিহারের চিকিৎসা পরিষেবা সহজ করতে তৈরি হল অ্যাপ, জানুন বিস্তারিত, ডাউনলোড করুন অ্যাপ


যতই দিন গড়াচ্ছে ততই অত‍্যাধুনিক জীবনযাত্রার সাথে পরিচিত হচ্ছে মানুষ। প্রয়োজনীয় জিনিস থেকে এমনকি খাবার সবটাই অনলাইনে অর্ডার করলে বাড়িতে এসে পৌঁছে যায়। এবার চিকিৎসা পরিষেবায় সাধারন মানুষের জন‍্য কয়েকজন শিক্ষার্থীর উদ‍্যোগে লঞ্চ হল অ্যাপ। এই অ্যাপের নাম mediqueue । 



এই অ্যাপের মাধ‍্যমে সাধারন মানুষ চিকিৎসার জন‍্য নানান জ‍রুরী তথ‍্য পাবে। কোনো ডাক্তারকে দেখাতে হলে সেই ডাক্তার কখন বসে, কোথায় বসে, কিভাবে নাম লেখাতে হবে ইত‍্যাদি বিভিন্ন সমস‍্যার জেরে দূর দুরান্তের মানুষ শহরের উচ্চ ডিগ্রী সম্পন্ন চিকিৎসকদের কাছে চিকিৎসা পরিষেবা নিতে অসুবিধায় পড়ে। সেই অসুবিধাকে দূর করতে দিনহাটার কয়েকজন শিক্ষার্থী mediqueue অ্যাপ লঞ্চ করল ২০২১ এর শুভলগ্নে। ১লা জানুয়ারী 12:00 a.m. এ এই অ্যাপ লঞ্চ হয়। 


এই অ্যাপ তৈরি করে সাধারন মানুষকে চিকিৎসা পরিষেবায় চিকিৎসকের পরামর্শ পেতে যেন রোগীকে হয়রানির শিকার হতে না হয় সেই লক্ষ‍্যেই প্রস্তুত করা হয়েছে বলে জানায় অ্যাপমেকার শিক্ষার্থীর একজন। তিনি আরো জানান, আপাতত দিনহাটা শহরের চিকিৎসকদের চিকিৎসার ক্ষেত্রে এই অ্যাপ ব‍্যবহার করে নাম লেখানো, ডাক্তারের চেম্বারের ঠিকানা, রোগী দেখার সময়, ডাক্তারের ডিউটি সংক্রান্ত আপডেট সহ ইত‍্যাদি সম্পর্কে সহযোগিতা করবে। আগামী কিছুদিনের মধ‍্যে কোচবিহার জেলা জুড়ে চিকিৎসা পরিষেবায় সহযোগিতায় করবে। এরপর ধীরে ধীরে সমগ্র উত্তরবঙ্গে এই অ্যাপের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ‍্যে কাজ করছে তাঁরা। 


অ্যাপটি ডাউনলোড করতে পারেন নীচের লিঙ্ক থেকে-