Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBPSC-এ FOOD SUPPLY S.I. পদের চূড়ান্ত ফল প্রকাশ, check here



WBPSC-এ FOOD SUPPLY S.I. পদের চূড়ান্ত ফল প্রকাশ, check here 



প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অধীনস্থ রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের-এর এস আই পদে নিয়োগের ফল। চূড়ান্ত ফলফলে উত্তীর্ণ প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ খাদ্য আধিকারিকের এই পরীক্ষার ফল দেখা যাবে wbpsc.gov.in এই ওয়েবসাইটে।


কাট অফ মার্ক প্রকাশ করেছে বোর্ড। সাধারণ বিভাগে কাট অফ মার্কস 91.1671। এসসি-তে কাট অফ মার্কস 88.6671 নম্বর। এসটি এর কাট অফ মার্কস 78.8339। ওবিসি এ ও ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ মার্কস 88.6671 ও 89.1670 । 


ফলাফল জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code