রাজ্যজুড়ে আবার শুরু হতে চলেছে বিজেপির রথযাত্রা
গত লোকসভা ভোটের আগে রথযাত্রার সূচনা করেছিলো বিজেপি-কিন্তু পশ্চিমবঙ্গে সেবার বিজেপির রথ পরিক্রমা করতে পারেনি। এবার বিধানসভা ভোটের আগে আবার রথযাত্রাকে ব্যবহার করতে চলেছে রাজ্য বিজেপি । রাজ্য জুড়ে তারা ৫টি রথযাত্রা বের করবে বলে জানা গিয়েছে।
গত লোকসভা নির্বাচনেই বিজেপি রথযাত্রার সংকল্প করলেও তা সম্ভব হয়নি শাসক দলের চোখ রাঙানিতে। তবে এবার শাসক দলকে পরোয়া না করে রথযাত্রা বার করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ বিজেপি।
সূত্রের খবর বিজেপি ঠিক করেছে, রাজ্যের ৫টি আলাদা আলাদা ক্ষেত্র থেকে বার হবে এই রথযাত্রা, এর মাধ্যমে ২৯৪টি বিধানসভা আসনেই যাত্রা করবে তারা, যাতে সকলের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে যায়।
ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই রথযাত্রা শুরু হতে পারে বলে খবর। রথযাত্রার নেতৃত্ব দেবেন দলের বরিষ্ঠ কয়েকজন নেতা। খুব শীঘ্রই যাত্রার পথ ও অন্যান্য বিষয়গুলির ওপর আলোচনা করা হবে।
1 মন্তব্যসমূহ
joy see ram
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊