Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলপাইগুড়ির মহিলা ভলিবল খেলোয়াড়রা এবার রাজ‍্য স্তরের খেলাতে অংশগ্রহণ করার সুযোগ পেল

জলপাইগুড়ির মহিলা ভলিবল খেলোয়াড়রা এবার রাজ‍্য স্তরের খেলাতে অংশগ্রহণ করার সুযোগ পেল



ফের  জলপাইগুড়ির মহিলা ভলিবল খেলোয়াড়রা এবার রাজ‍্য স্তরের খেলাতে অংশগ্রহণ করার সুযোগ পেল। জলপাইগুড়ি ভলিবল কোচিং সেন্টারের জুনিয়র ও সিনিয়র মিলে মোট আটজন রাজ‍্য পর্যায়ের eastern zonal womens volleyball টুর্নামেন্ট   প্রতিযোগিতায় খেলতে আজ বিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে জলপাইগুড়ি ভলিবল কোচিং সেন্টারের মহিলা খেলোয়াড়রা।

আগামী 20ই জানুয়ারি বিহারের barouni তে  অনুষ্ঠিত হবে রাজ‍্য পর্যায়ের এই মহিলা ভলিবল প্রতিযোগিতাটি।


জলপাইগুড়ি থেকে এই মহিলাদল অংশগ্রহণ করবে এই রাজ‍্য স্তরের খেলাটিতে। ছয়টি রাজ‍্যর    মহিলা ভলিবল খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করবে।

ভালো ফল করবে আশা করছে মহিলা ভলিবল খেলোয়াড় নৃকিতা রজক।ভালো ফলের আশাবাদী কোচ সুব্রত সাহাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code