ফের আগুনের গ্রাসে শুশুনিয়া পাহাড়



SER-23,বাঁকুড়া১ জানুয়ারী

গতবছর এপ্রিলের পর ফের আগুনের লেলিহান শিখার গ্রাসে বাঁকুড়ার এক পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যে নাগাদ পাহাড়ের চূড়ায় আগুন দেখতে পায় এলাকাবাসি। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আগুনের তীব্রতা । 


আগুন লাগার কারণ হিসেবে  তারা জানায়, এখন পিকনিকের মরশুম ,অনেক পর্যটক এখানে পিকনিক করতে আসেন ,  হয়তো পর্যটকরাই এই কাজ করতে পারে । এছাড়াও তারা পাহাড়ে আগুন লাগানোর ফলে অনেক পশু-পাখি মারা পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন । তবে দমকল ও বনদপ্তর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।