কল্পতরু উৎসব পালন যোগীরাজ শ্যামাচরন লাহিড়ীর ভিটেয়



১৮২৮ খ্রীষ্টাব্দ ৩০শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামে সকাল ৮টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে পিতা গৌরমোহন ও মাতা মুক্তকেশী দেবীর কোল আলো করে শ্রী শ্যামাচরণ লাহিড়ী জন্মগ্রহন করেন।  

ঊনবিংশ শতাব্দীতে বহু মনিষী ভারতমাতা প্রসব করেন। তাদের মধ্যে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী অন্যতম। 



তিনি ছিলেন এক মহামানব।আর বছরের প্রথমদিন ১লা জানুয়ারী ২০২১ সালে ঘূর্ণী তরুনসংঘ কুমোড়পাড়া ঘাট লেনে তার বাসভবনে শিবক্ষেত্রে ধ্যানেশ্বরদেবের প্রাঙ্গনে যোগী প্রেমাবতার ধ্যনানন্দ গিরির আশীর্বাদ ধন্য বদ্রী বৃক্ষের নীচে ধ্যানেশ্বর দেব সহ যোগীরাজ শ্যামাচরন লাহিড়ীর জন্মস্থান মন্দিরে যোগীরাজের বিশেষ পূজাপাঠ অনুষ্ঠিত হয়।



ছোটোদের নিয়ে চলে অঙ্কন প্রতিযোগীতা ও জলঙ্গী ভাবনা নিয়ে আলোচনা সভা।এই বিশেষ অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগবন্ধু আশ্রম ও ভারত সেবাশ্রম সহ জলঙ্গী তীরের প্রতিনিধি বৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক ক্রিয়াযোগ সংঘের পার্থপ্রতিম স্বর্ণকার ও তার সহযোগীরা।