ভাইয়ের অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যে ৩৫ হাজার মার্কিন ডলারের স্কলারশিপ ঘোষণা করলেন সুশান্তের দিদি



গতবছর আমাদের ছেড়ে চলে গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতার জন্মদিন ২১শে জানুয়ারি। 


এই অভিনেতার রহস্য মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাঁর মৃত্যুরহস্যের কিনারা আজও হয়নি। এতগুলো মাস কেটে গেলেও এখনও সে তাঁর অনুরাগীদের কাছে উজ্জ্বল।



প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, তাঁর জন্মদিনেই তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি এক পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি বার্কলে বিশ্ববিদ্যালয়ে সুশান্তের নামে একটি বিশেষ স্কলারশিপের ঘোষণা করলেন।



দিদি শ্বেতা সিং কীর্তি সুশান্তের জন্মদিনকে ‘সুশান্ত দিবস’ বলে আখ্যা দিয়েছেন। এরই সঙ্গে ভাইকে স্মরণ করে তাঁর অপূর্ণ ইচ্ছাপূরণের জন্য ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার মার্কিন ডলারের একটি ফান্ড গঠন করলেন শ্বেতা। 


ইনস্টাগ্রামে তিনি ঘোষণা করেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভাইয়ের ৩৫তম জন্মদিনে তাঁর একটা স্বপ্ন পূরণের লক্ষ্যমাত্রার দিকে একটা পদক্ষেপ গ্রহণ করতে পেরেছি। ইউসি বার্কলে-তে ৩৫ হাজার মার্কিন ডলারের সুশান্ত সিং রাজপুত ফান্ড গঠন করা হয়েছে”।