‘কৃষক বাঁচাও,ভারত বাঁচাও’ শপথ নিলো দিনহাটার কৃষক সমাজ ও সংগ্রামী গণ  আন্দোলনের নেতৃত্বরা

সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় ডাকে সারা দিয়ে ‘কৃষক বাঁচাও,ভারত বাঁচাও’ শপথ নিলো দিনহাটার কৃষক সমাজ ও সংগ্রামী গন আন্দোলনের নেতৃত্বরা।


ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে ‘কৃষক বাঁচাও,ভারত বাঁচাও’ শপথ নিতে দেশবাসীর কাছে আবেদন করেছিল সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয়। সেই ডাকে সারা দিয়ে দেশের বহু জায়গায় পাশাপাশি শপথবাক্য পাঠ করা দিনহাটাতেও। 

দিল্লির আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানতে ১লা জানুয়ারি ‘কৃষক বাঁচাও,ভারত বাঁচাও’ শপথ নিতে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিল সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি। সমাজের সমস্ত অংশের মানুষের কাছে দিল্লির লাগাতার কৃষক আন্দোলনের সমর্থনে এবং কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে ১লা জানুয়ারি দেশজুড়ে শপথের আবেদন করেছিল তারা। সেই ডাকে সারা দিয়ে আন্দোলনরত কৃষকদের সংহতি জানাতে কোচবিহার জেলার দিনহাটাতেও শপথগ্রহণ করলো এআইকেএসসিসি- দিনহাটা। উক্ত শপথগ্রহণ সভায় উপস্থিত ছিলেন এআইকেএস -এর কোচবিহার জেলা সহসভাপতি তারাপদ বর্মন, কৃষক নেতা গৌরাঙ্গা পাইন, খেত মুজুর নেতা মুজিবর রহমান, অগ্রগামী কৃষক সভার নেতা আজগর আলী, কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি কেশব রায়,  ছাত্র নেতা শুভ্রালোক দাস, যুব নেতা এন্দাদুল হক্ অন্যান্য নেতৃত্ব।

প্রসঙ্গত, সভায় বক্তৃতা রাখবার সময় তারাপদ বাবু বলেন, " প্রয়োজনে রাইসিনা হিলসে চাল ঢুকবেনা, গোটা দিল্লি শহর অবরুদ্ধ থাকবে, তবুও তিন নতুন কৃষি বিল বাতিল করানো হবে। যতক্ষণ পর্যন্ত কালা কৃষি আইন বাতিল না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।"