কোবওয়েব ক্যুইজ সংস্থার মাথাভাঙ্গা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল ক্যুইজ কার্নিভাল
কোবওয়েব ক্যুইজ সংস্থার মাথাভাঙ্গা শাখার উদ্যোগে মাথাভাঙ্গা শহরের রেবতী রমন লাইব্রেরী হলে একটি ক্যুইজ কার্নিভাল অনুষ্ঠিত হল ।
এই প্রোগ্রামে জেলার বিভিন্ন স্থানের কুইজ প্রেমীরা যেমন অংশ গ্রহণ করেছিলেন, তেমনি স্কুল বিভাগে কুইজ এ ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত ।
cobweb এর মাথাভাঙ্গা উইং এর পক্ষ থেকে প্রমথ লাল সাহা ও বৈদুর্য বিশ্বাস জানিয়েছেন , cobweb কুইজ সংস্থার 10 বছর পূর্তি উপলক্ষ্যে এবার সারাবছর জুড়ে জেলার সমস্ত মহকুমায় ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হবে ও বছরের শেষে কোচবিহার সদরে উত্তর বঙ্গের সর্ব বৃহৎ ক্যুইজ আয়োজিত হবে ।
এদিন সবমিলিয়ে প্রায় 150 জন কুইজ প্রেমী অংশগ্রহণ করেছিলেন ।অনুষ্ঠানে করোনা বিধি মেনে মাস্ক ও স্যানিটাইজার এর পর্যাপ্ত ব্যাবস্থা ছিল ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊