Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোবওয়েব ক্যুইজ সংস্থার মাথাভাঙ্গা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল ক্যুইজ কার্নিভাল

কোবওয়েব ক্যুইজ সংস্থার মাথাভাঙ্গা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল ক্যুইজ কার্নিভাল



কোবওয়েব ক্যুইজ সংস্থার মাথাভাঙ্গা শাখার উদ্যোগে মাথাভাঙ্গা শহরের রেবতী রমন লাইব্রেরী হলে একটি ক্যুইজ কার্নিভাল অনুষ্ঠিত হল । 

এই প্রোগ্রামে জেলার বিভিন্ন স্থানের কুইজ প্রেমীরা যেমন অংশ গ্রহণ করেছিলেন, তেমনি স্কুল বিভাগে কুইজ এ  ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত । 

cobweb এর মাথাভাঙ্গা উইং এর পক্ষ থেকে প্রমথ লাল সাহা ও বৈদুর্য বিশ্বাস জানিয়েছেন , cobweb কুইজ সংস্থার 10 বছর পূর্তি উপলক্ষ্যে এবার সারাবছর জুড়ে জেলার সমস্ত মহকুমায় ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হবে ও বছরের শেষে কোচবিহার সদরে উত্তর বঙ্গের সর্ব বৃহৎ ক্যুইজ আয়োজিত হবে । 



এদিন  সবমিলিয়ে প্রায় 150 জন কুইজ প্রেমী  অংশগ্রহণ করেছিলেন ।অনুষ্ঠানে করোনা বিধি মেনে মাস্ক ও স্যানিটাইজার এর পর্যাপ্ত ব্যাবস্থা ছিল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code