বালিকা বন্দরে পথচলতি বয়স্ক ব্যক্তিকে মারধোর পুলিশের- বিক্ষোভ মিছিল সিপিআইএম কর্মী সমর্থকদের
আজ সন্ধ্যায় সাহেব গঞ্জ থানার বালিকা বন্দরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল সি পি আই এম কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ গতকাল সাহেব গঞ্জ থানার পুলিশ বড়শাকদল অঞ্চলের নকুল ভদ্র নামে এক নিরীহ ব্যক্তিকে বিনা অপরাধে মারধোর করে। এর প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয় বলে জানা গেছে।
এ বিষয়ে নকুল ভদ্র ওরফে বাবুন ভদ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান " আমি গতকাল ২.৩০ টে- ৩ টে নাগাদ বড়শাকদল এটিএম অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলাম। এমন সময় সাহেব গঞ্জ থানার একটি পুলিশ ভ্যান দ্রুত গতিতে আসতে থাকে এবং কোনো মতে দুর্ঘটনার হাত থেকে বাঁচি। এমতাবস্থায় আমি প্রতিবাদ করলে সাহেব গঞ্জ থানার এ এস আই আমাকে মারধোর করে। আমি এখন হাসপাতালে ভর্তি।"
সিপিআইএম এর নাজিরহাট-বড়শাকদল এড়িয়া কমিটির সম্পাদক দীপক পাল জানান- একজন সাধারণ নিরিহ মানুষের উপর পুলিশের এই বর্বোরোচিত আক্রমণ মেনে নেওয়া যায়না। আজ আমরা বালিকা বন্দরে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছি, যদি পুলিশ প্রশাসন সেই এ এস আই কে শাস্তি না দেয় তবে আমারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবো।"
প্রসঙ্গত জানা গেছে, এলাকার লোক নকুল বাবুর উপর শারিরিক অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে। আগামী ১৫ জানুয়ারি SFI এর পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊