পাকিস্তান FATF তালিকা থেকে বেরোতে,মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল
পাকিস্তান ভারতের জঙ্গি হামলার মূল চক্রী সন্ত্রাসবাদী মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।ওই গোষ্ঠীর জৈশ-ই-মহম্মদের প্রধান ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গুজরানওয়ালার আদালত।
পাকিস্তান FATF (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স)-এর ধূসর তালিকা থেকে বেরতে চাইছে। ২১ থেকে ২৬ ফেব্রুয়ারি সংস্থার বৈঠক রয়েছে। সেখানে ফের পাকিস্তানের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা। তার ঠিক আগে নিজেদের ভাবমূর্তি ফেরাতেই ইসলামাবাদের তরফে এমন সিদ্ধান্ত কিনা,তা নিয়ে নানা জল্পনা রয়েছে।
পাকিস্তানের সরকার দীর্ঘদিন আজহারের উপস্থিতির কথা অস্বীকার করে এসেছে। চাপ ক্রমশ বাড়তে থাকায় পরে তারা মানতে বাধ্য হয় রাষ্ট্রসংঘে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা পাওয়া ওই জঙ্গি নেতা তাদের দেশেই রয়েছে। যদিও ঠিক কোথায় ঘাপটি মেরে আছে আজহার, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
‘সানডে গার্ডিয়ান’ পত্রিকার বলা হয়েছে, সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আইএসআই-এর আশ্রয়েই রয়েছে। উল্লেখ্য, আজহার ২০০১ সালে সংসদে হামলা, ২০০৮ সালে মুম্বই হামলার মতো দেশের বহু জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊