NIXI Offers free Domain in Local Indian Languages



বিনামূল্যে ডোমেইন। হ্যা তাও আবার বাংলা ভাষায়। ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, নিক্সি ঘোষণা করেছে যে, দেশের ২২ টি স্বীকৃত ভারতীয় ভাষার ক্ষেত্রে বিনামূল্যে তাদের ডোমেইন আইডিএন প্রদান করবে। 


শুধু তাই নয় আবেদনকারীরা স্থানীয় ভাষায় বিনা খরচে একটি ইমেইলও নিতে পারবেন। এই অফারটি ভারতের আইডিএন ডোমেইন গ্রহণ এবং স্থানীয় ভাষায় তা প্রসারের ক্ষেত্রে গ্রাহকদের উৎসাহিত করবে বলেই মনে করা হচ্ছে।

এই অফারটি ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চালু থাকবে। 

ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বা নিক্সি কোন লাভজনক সংস্থা নয়, ২০০৩ সাল থেকে তারা ভারতীয় নাগরিকদের মধ্যে ইন্টারনেট প্রযুক্তির প্রসার ঘটিয়ে চলেছে।