নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তী পালন করলো ABVP
অভীক মিত্র , বীরভূম: দুবরাজপুর এবিভিপি নগর ইউনিট ও হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ ইউনিটের পক্ষ থেকে আজ সকালে দুবরাজপুর ও হেতমপুরে নেতাজির মুর্তিতে মাল্যদানের মাধ্যমে ১২৫তম 'নেতাজি জয়ন্তী' তথা "পরাক্রম দিবস" পালন করা হল । সেইসঙ্গে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে বীরভূম জেলার এবিভিপি ক্যালেন্ডার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি বীরভূম জেলার জনজাতি প্রমুখ অক্ষয় দাস, দুবরাজপুর নগর ইউনিট সম্পাদক উজ্জ্বল পাল সহ নগর ও কলেজ ইউনিটের সমস্ত কার্যকর্তারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊