Breaking

Thursday, January 14, 2021

অবশেষে শিরীষ গাছের অনেক উঁচুতে আটকে থাকা দুটি চিল উদ্ধার করল জলপাইগুড়ি বনদপ্তর

অবশেষে শিরীষ গাছের অনেক উঁচুতে আটকে থাকা দুটি চিল উদ্ধার করল জলপাইগুড়ি বনদপ্তরদুদিন ধরে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন একটি শিরীষ গাছের প্রায় মাথায় বসে থেকে আটকে পড়েছিল দুটি পূর্ন বয়স্ক চিল। জানা গেছে, ঘুড়ি ওড়ানোর নাইলনের সুতোতে গাছের ডালে ভীষণভাবে আটকে যায় চিল দুটি। এমনভাবে পেঁচিয়ে ছিল যে তাদের সেখান থেকে ওরাও সম্ভব ছিল না। 

বৃহস্পতিবার বনদপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা স্থানীয় বাসিন্দা, বিদ্যুৎ দপ্তর ও ওয়াইল্ড লীফ এর সহযোগিতায় দুটো চিলকেই গাছ থেকে নামাতে সক্ষম হন। বনকর্মী সৌভিক মন্ডল জানান চিল দুটোর  শারীরিক কিছু সমস্যা থাকতে পারে। যেহেতু দুটোই উল্টোভাবে দুদিন ধরে ঝুলে ছিল, তাই ডাক্তার না দেখে আগেই এ বিষয়ে কিছু জানানো সম্ভব নয়। 

অনেক চেষ্টার পর গাছে উঠে তাদের উদ্ধার করা সম্ভব হয়। জলপাইগুড়ি গরুমারা অভয়ারণ্য নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment