পথ দুর্ঘটনা ঠেকাতে অভিনব উদ‍্যোগ আলিপুরদুয়ার জেলা পুলিশের




জেলা আলিপুরদুয়ারে হাইওয়েতে পথ দুর্ঘটনার খবর প্রায়শই শোনা যায়।তারমধ্যে এই চরম শীতে কুয়াশার প্রভাবও দিনকে দিন বেড়েই চলেছে।এই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে পথ দুর্ঘটনা এড়াতে ড্রাইভারদের চা খায়ানোর অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশ।


আলিপুরদুয়ারের মাদারিহাট টোল প্লাজা এশিয়ান হাইওয়েতে সকল গাড়ির চালকদের চা খাওয়ানোর উদ্যোগ নেয় জেলা ট্রাফিক পুলিশ।ভোর চারটা থেকে ছটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।


সূত্রের খবর ভোররাতে চালকদের ঘুম ঘুম ভাব কাটাতে,কুয়াশার মধ্যে চালকদের সজাগ রাখতে এবং দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পরের ক্লান্তি কাটাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয় জেলা ট্রাফিক পুলিশের তরফে।আগামী দিনেও এরূপ কর্মসূচি নেওয়ার ভাবনা রয়েছে ট্রাফিক পুলিশের বলে জানা যায়।