জলপাইগুড়িতে তৈরি হল ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগী করার জন্য অভিনব 'শিশু উদ‍্যান'

Sangbad Ekalavya
0

জলপাইগুড়িতে তৈরি হল ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগী করার জন্য অভিনব  'শিশু উদ‍্যান'



শনিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উদ‍্যানটির উদ্‌বোধন করেন SJDA-এর চেয়ারম্যান বীজয় চন্দ্র বর্মন।



ষাট লক্ষ ব‍্যয়ে এই শিশু উদ‍্যানটি sjdaতৈরি করে। জলপাইগুড়ি দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে এই উদ‍্যানটি তৈরি হয়। এই ধরনের শিশু উদ‍্যানে রকমারি শিশুদের আকর্শনীয় জিনিস এর পাশাপাশি ছাত্ররা তাদের অবসর সময়ে এই উদ‍্যানে এসে তাদের মনের পরিবর্তন ঘটাতে পারবে বলে বীজয় বাবু জানিয়েছেন। এমনকি এই উদ‍্যানে বয়স্করাও সময় কাটাতে পারবেন। 



শনিবার দুপুরে এই অনুষ্ঠানে বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা  উপস্থিত ছিলেন। অতিথি বরণের পর ফিতা কেটে শিশু উদ‍্যানের উদবোধন করেন বীজয় চন্দ্র বর্মন।

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top