'নস্যসেখ উন্নয়ন পরিষদ'-এর প্রধান উপদেষ্টা অধিষ্ঠিত হলেন প্রাক্তন আই.পি.এস মেহেবুব রহমান
'নস্যসেখ উন্নয়ন পরিষদ' উত্তর বাংলার সবকটি জেলার প্রায় ৪২ লক্ষ পিছিয়ে পড়া নস্যসেখ মুসলিম জনগোষ্ঠীর একটি বৃহৎ সামাজিক সংগঠন। আজ এই সংগঠনের প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত হলেন উত্তর বাংলার কৃতি সন্তান প্রাক্তন আই.পি.এস জনাব মেহেবুব রহমান তথা প্রাক্তন আই.জি, উত্তরবঙ্গ।
জনাব মেহেবুব রহমান সাহেব কোচবিহার জেলার গীতালদহ এলাকার মানুষ। তিনি একদিকে যেমন দক্ষ IPS এবং সৎ পুলিশ অফিসার হিসেবে পশ্চিম বঙ্গে সুপরিচিত তেমনই আবার বাংলার অন্যতম শিক্ষাবিদ এবং সমাজ সেবক হিসেবে খ্যাত । আমরা তাকে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে অত্যন্ত খুশি এবং গর্বিত বলেই জানান নস্যসেখ উন্নয়ন পরিষদ।
নস্যসেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক জানান নস্যসেখ জনজাতির গৌরব তথা উত্তরবঙ্গের প্রাক্তন আই.জি. জনাব মেহেবুব রহমান মহাশয় কে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊