Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাসপাতালে রোগীদের হাতে ফল তুলে দিলো এবিভিপি

হাসপাতালে রোগীদের হাতে ফল তুলে দিলো এবিভিপি



অভীক মিত্র , বীরভূম :

আজ ১২ জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP)-র  দুবরাজপুর নগর ইউনিটের পক্ষ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের রোগি‌ ও হাসপাতালের স্টাফদের হাতে বিভিন্ন ফলসামগ্রী তুলে দেওয়া হয় । 

প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় তারপর হাসপাতালে গিয়ে ফল বিতরণ করা হয় । 


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি-র বীরভূম জেলার জনজাতি প্রমুখ অক্ষয় দাস,দুবরাজপুর নগর ইউনিটের সম্পাদক উজ্জ্বল পাল সহ সমস্ত কার্যকর্তারা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code