উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের সম্ভাবনা, বদলের আবেদন স্বয়ং শিক্ষামন্ত্রীর



করোনার জেরে বন্ধ স্কুল। এদিকে সামনে বিধানসভা নির্বাচন। সব মিলিয়ে এবার পিছিয়ে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মার্চের বদলে পরীক্ষা হবে জুনে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের সূচী। ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পরীক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সূচি প্রকাশ কড়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে সূচি বদলের আবেদন জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে উচ্চ মাধ্যমিকের সূচি বদলানোর সম্ভাবনা প্রবল। 


শিক্ষামন্ত্রীর আবেদন, ৩০শে জুনের পরীক্ষা অন্য কোনও দিন নেওয়া হোক। ৩০শে জুন সারা দেশ জুড়ে পালিত হবে হুল দিবস। তাই এই আবেদন শিক্ষামন্ত্রীর। সূচি অনুসারে ৩০ জুন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষাগুলি অন্য দিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 


শিক্ষামন্ত্রীর অনুরোধ, ৩০শে জুন সারা দেশে পালিত হবে হুল দিবস। উৎসবের দিনে পরীক্ষা যা মানে না রাজ্য। তাই ওই দিনের পরীক্ষার সূচি বদলের আবেদন করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেই খবর। এদিকে ফেব্রুয়ারীর বদলে এবার মাধ্যমিক পরীক্ষা হবে জুনে।