বোলিং-এর দাপটে ১৯৫-এ গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, অভিষেকেই নজরকাড়া পারফরমেন্স গিল ও সিরাজের
মেলবোর্নে ঐতিহাসিক বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ভারতের দাপুটে বোলিং-এ ১৯৫ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত পারফরমেন্স। ফের ব্যর্থ স্টিভ স্মিথ।
শনিবার মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। ভারতের হয়ে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক রাহানে। অ্যাডিলেডে হারের ধাক্কা সামলে দাপুটে বোলিং ভারতীয় বোলারদের। চার উইকেট নিলেন বুমরাহ, তিন উইকেট নিলেন অশ্বিন। মহম্মদ সিরাজ ২টি এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট নেন। ম্যাথু ওয়েড ৩০, মার্নাস লাবুশানে ৪৮, ট্রাভিস হেড ৩৮, নাথান লিওঁর ২০ রানের ওপর ভর করে ১৯৫ রান তোলে অস্ট্রেলিয়া। রানের খাতা খুলতে পারেননি জো বার্নস ও স্টিভ স্মিথ।
এদিকে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। স্টার্কের বলে এলবিডব্লিউ মায়াঙ্ক আগরওয়াল। কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। দিনের শেষে ২৮ রানে অপরাজিত রয়েছেন শুভমান গিল। সঙ্গে ৭ রানে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান ভারতের।
প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টে অভিষেক ঘটল দুই ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ ও শুভমান গিল। প্রথম দিনের খেলায় নজর কাড়লেন দুই ক্রিকেটারই। ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে রাহানের নেতৃত্বে ভারত কতটা সাফল্য অর্জন করবে তা জানা সময়ের অপেক্ষা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊