Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণীজন সংগীত শিল্পী পবিত্র ঘোষ

উত্তরের গুণীজন সংগীত শিল্পী পবিত্র ঘোষ

শুভাশিস দাশ



দিনহাটার সংস্কৃতি অঙ্গনের এই মানুষটি দীর্ঘ সময় ধরে উত্তরের গানের জগৎ কে মাতিয়ে রেখেছিলেন । সত্তর পেরিয়ে গিয়ে আজো তার গানের সুরে এতটুকুও ঘাটতি পড়েনি । পবিত্র ঘোষ । দিনহাটা গোসাণী রোডের বাসিন্দা । একটা সময় দিনহাটা তথা উত্তরবঙ্গ কে মাতিয়ে রাখতেন । পুজোর পর পরই গান করতে বেরিয়ে পড়তেন ।


শুধু তাই নয় প্রগতি নাট্য সংস্থার সাথে জড়িয়ে নাটকের গান ও করতেন ।


তেমন ভাবে পুরস্কার না পেলেও মানুষের ভালবাসা তার বড় পুরস্কার বলে তিনি জানান ।


আজো সুযোগ পেলেই ছুটে যান গানের আসরে ।


তিনি সুস্থ থাকুন আরো অনেকদিন আমাদের গানের জগৎ কে মাতিয়ে রাখুন এই কামনা রইলো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code