উত্তরের গুণীজন সংগীত শিল্পী পবিত্র ঘোষ
শুভাশিস দাশ
দিনহাটার সংস্কৃতি অঙ্গনের এই মানুষটি দীর্ঘ সময় ধরে উত্তরের গানের জগৎ কে মাতিয়ে রেখেছিলেন । সত্তর পেরিয়ে গিয়ে আজো তার গানের সুরে এতটুকুও ঘাটতি পড়েনি । পবিত্র ঘোষ । দিনহাটা গোসাণী রোডের বাসিন্দা । একটা সময় দিনহাটা তথা উত্তরবঙ্গ কে মাতিয়ে রাখতেন । পুজোর পর পরই গান করতে বেরিয়ে পড়তেন ।
শুধু তাই নয় প্রগতি নাট্য সংস্থার সাথে জড়িয়ে নাটকের গান ও করতেন ।
তেমন ভাবে পুরস্কার না পেলেও মানুষের ভালবাসা তার বড় পুরস্কার বলে তিনি জানান ।
আজো সুযোগ পেলেই ছুটে যান গানের আসরে ।
তিনি সুস্থ থাকুন আরো অনেকদিন আমাদের গানের জগৎ কে মাতিয়ে রাখুন এই কামনা রইলো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊