আপনি কি অনলাইন গেমে আসক্ত? কিংবা ফ্যান্টাসি স্পোর্টসে? তাহলে এখনি জেনে নিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা
symbolic picture source internet |
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনলাইন গেমিং, ফ্যান্টাসি স্পোর্টস ইত্যাদি নিয়ে নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক সম্প্রচারকদের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার জারি করা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে। বিজ্ঞাপনগুলি যেন বিধি অথবা আইন বহির্ভূত কোনো কাজের প্রসার না ঘটায় তারও পরামর্শ দিয়েছে মন্ত্রক।
অর্থাৎ সকল বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হওয়া টাকা জেতার অনলাইন গেমের উপরেই এই মর্মে উপদেশ জারি করতে হবে যে, এই খেলাগুলিতে আর্থিক লোকসানের আশঙ্কা আছে এবং ১৮ বছরের নীচে কেউ এতে অংশ নিতে পারবেন না। যাঁরাই খেলবেন এধরনের খেলা তাঁরা সেটা সম্পূর্ণ নিজেদের ঝুঁকিতেই খেলবেন।
আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে এইনির্দেশিকা। এধরনের প্রতিটি খেলাতেই এই উপদেশ থাকা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে মন্ত্রক। এজন্য বিজ্ঞাপনের ২০ শতাংশ জায়গা ছাড়তে হবে।
একনজরে-
- বিজ্ঞাপনে, টাকা জেতার জন্য অনলাইন গেম খেলুন, এধরনের কোনও শব্দ যেন না লেখা থাকে ।
- যিনি খেলছেন, তিনি অন্যদের থেকে সফল এই উল্লেখও করা যাবে না।
- অপ্রাপ্তবয়স্করা এইধরনের খেলায় অংশ নিতে পারবে না।
- আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে এইনির্দেশিকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊