Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৯ বছর বয়সেই অবসর নিলেন ওয়ান ডে ক্রিকেটে একসময়ে দ্রুততম সেঞ্চুরির মালিক



২৯ বছর বয়সেই অবসর নিলেন ওয়ান ডে ক্রিকেটে একসময়ে দ্রুততম সেঞ্চুরির মালিক


সকলকে হতবাক করে দিয়ে মাত্র ২৯ বছর বয়সেই অবসর নিলেন ওয়ান ডে ক্রিকেটে একসময়ে দ্রুততম সেঞ্চুরির মালিক কোরি অ্যান্ডারসন!আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিল নিউজিল্য়ান্ডের তারকা অলরাউন্ডার।


২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন তিনি। পরে অবশ্য সেই রেকর্ড ভেঙে ৩১ বলে সেঞ্চুরি করেন এ বি ডিভিলিয়ার্স। 


নিউজিল্যান্ড ছেড়ে তিনি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ টি২০-তে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্ল্যাক ক্যাপস জার্সিতে ৯৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন কোরি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কোরি। মেজর সকার লিগ টি২০ ক্রিকেটে কোরি অ্যান্ডারসন আপাতত সবথেকে হাইপ্রোফাইল ক্রিকেটার।তাঁর সিদ্ধান্তের পিছনে বড় কারণ চোট আঘাত সমস্যা মনে করেছেন ক্রিকেট মহল। 



২০১৭ সালে শেষ বার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন এবং শেষবার ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচে খেলেন তিনি।


অ্যান্ডারসনের বাগদত্তা মেরি মার্গারেট একজন আমেরিকান। কোরির ভবিষ্যত প্ল্যানিংয়ে সাহায্য করেছে মেরি বলেই জানান কোরি। অ্যান্ডারসন বলেছেন,'' আমেরিকা ছেড়ে নিউজিল্যান্ডে এসে সম্পূর্ণ অন্য সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়ে আমার গোটা ক্রিকেট কেরিয়ারে পাশেই ছিল ও। আমরা ভেবে দেখলাম, আমেরিকাতে থাকাই আমাদের কাছে সেরা বিকল্প।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code