এবার নিয়োগে বৈধতার প্রশ্ন তুলে এবং টেট পরীক্ষায় স্বচ্ছতার দাবীতে এ পি সি ভবন অভিযানের ডাক

আজ করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিকাশভবন অভিযানের ডাক দেয় রাজ্যের আপার প্রাইমারী চাকুরীপ্রার্থীরা। এবার নিয়োগে বৈধতার প্রশ্ন তুলে এবং টেট পরীক্ষায় স্বচ্ছতার দাবীতে এ পি সি ভবন অভিযানের ডাক দিয়েছে রাজ্যের আড়াই লক্ষ প্রশিক্ষিত প্রাইমারি টেট পরীক্ষার্থী। 

আগামীকাল অর্থাৎ 2 ডিসেম্বর রাজপথে নামতে চলেছে প্রায় 2.5 লক্ষ প্রশিক্ষিত প্রাইমারি টেট পরীক্ষার্থী। জানাগেছে 2017 সালে অক্টোবর মাসে তাদের প্রাইমারি টেট পরীক্ষা ফর্ম ফিলাপ হয়।কিন্তু চার বছর অতিক্রম হতে চললেও আজ পর্যন্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেনি এই সরকার।


এর মধ্যেই মুখ্যমন্ত্রী সংবাদিক বৈঠক করে বলেন 2014 টেট পাশদের 16500 শূন্যপদে নিয়োগ করা হবে। কিন্তু টেট 2014 নিয়োগ 2017 সালেই শেষ হয়ে গেছে। তারপর 2017 টেট ফর্ম ফিলাপ  করানো হয়।কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার 2014 ইন্টারভিউ অকৃতকার্যদের যারা পরে ট্রেনিং করেছে তাদের নিয়োগ করার কথা বলেন। এই নিয়ে প্রশিক্ষিত 2017 টেট প্রার্থীদের মনে তীব্র হতাশার সৃষ্টি করেছে।


তাই 2017 সালের টেট পরীক্ষার্থীরা আগামীকাল প্রাইমারি প্রশিক্ষণপ্রাপ্ত  টেট প্রার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এপিসি ভবন অভিযান করে অনশনে বসতে চলছে ।


হতাশা ব্যক্ত করে   সংগঠনের সভাপতি মুস্তাক হোসেন বলেন " 2014 টেট ইন্টারভিউ অকৃতকার্য আছে প্রায় 80 হাজার পরীক্ষার্থী। তারা 2014 টেট পরীক্ষা সময় চাকরি পায়নি কারণ তখন তারা ট্রেন্ড ছিল না। সরকার 2014 নিয়োগ 2017 সালে শেষ করেছেন বলে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। তারপর 2017 সালে আবার নতুন করে ফর্ম ফিলাপ করা হয়েছে। সেখানে ফর্ম ফিলাপ করেছে প্রায় 2.5 লক্ষ প্রশিক্ষিত হবু শিক্ষক। কিন্তু তার পরীক্ষা আজ পর্যন্ত নেয় সরকার। তারপর 6 বছর পর 2017 টেট পরীক্ষা না নিয়ে মুখ্যমন্ত্রীর টেট 2014 ইন্টারভিউ অকৃতকার্য 16500 পদে নিয়োগ এই ঘোষণা তাদের শিক্ষক হবার স্বপ্ন কে চুরমার করে দিল।"

সংগঠনের তরফ থেকে আরো জানানো হয়েছে 2017 পরীক্ষার তারিখ ঘোষণা না করলে খুব শীঘ্রই তারা বৃহত্তর আন্দোলনে নামবে-16500 টেট পাশ  নিয়োগ বন্ধ করে 2017 সালের যে ফর্ম ফিলাপ করা হয়েছে সেই পরীক্ষা অতি দ্রুত নিতে হবে।