ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দিনহাটা আয়োজিত প্রথম বর্ষ আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট সংহতি ময়দানে শুরু হলো



ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দিনহাটা আয়োজিত প্রথম বর্ষ আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট সংহতি ময়দানে শুরু হলো। 

খেলা চলবে ১লা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করছে মর্নিং বয়েজ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার জংশন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে দিনহাটা ওয়ারিয়র্স। 



১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সংহতি ময়দানের সবুজ গালিচায় সাদা কালো বল ছুটতে শুরু করে। প্রথম দিনের খেলায় দিনহাটা ওয়ারিয়র্স বাদল টিক্কার গোলে ১-০ তে জয়লাভ করে।



উপস্থিত ছিলেন দিনহাটা ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সম্পাদক অর্ঘজিৎ নাগ, দিনেশ রায়, অনিরুদ্ধ ঠাকুর, কৌশিক রায়  অভ্র সরকার ,শুভ্রালোক দাস,টুটল সরকার , তন্ময়, চিন্ময়, সায়ন, তুহিন ,আকাশ।