এক নজরে দেখে নিন তালিকা : ২ জন বর্তমান আর প্রাক্তন সাংসদ, ৯ জন বিধায়কের সাথে মোট ৪৩ জন আজ বিজেপিতে ! ভাঙন তৃণমূলে 



ভাঙ্গন তৃণমূলে ,পাত্তা দিতে নারাজ মমতা সরকার ।শুভেন্দু অধিকারী তিনি নিজে আজ একা বিজেপিতে যোগ দিচ্ছেন না, নিয়ে যাচ্ছে তাবড় তাবড় ৪৩ জন নেতা। এদের মধ্যে ৯ জন বিধায়ক, ১ জন বর্তমান সাংসদ, ১ জন প্রাক্তন সাংসদ। বিগত তিনদিন ধরে রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু একবার বিজেপিতে যোগ দিলে এই সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। 


আজ শুভেন্দু অধিকারীর সাথে ২ জন বর্তমান আর প্রাক্তন সাংসদ, ৯ জন বিধায়কের সাথে মোট ৪৩ জন আজ বিজেপিতে যোগ দিচ্ছেন তারা হলেন- 

বিধায়ক- 
  • ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।
  • গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস।
  • মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা।
  • কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।
  • জলপাইগুড়ির নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুন্ডা।
  • উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি।
  • পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জী।
  • হলদিয়ার বাম বিধায়ক তাপসী মণ্ডল।
  • তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা।
সাংসদ

  • সুনীল মণ্ডল (সাংসদ)
  • দশরথ তিরকে (প্রাক্তন সাংসদ)
গুরুত্বপূর্ণ অন্য নেতারা-

  • কর্নেল দীপ্তাংশু চৌধুরি (তৃণমূলের রাজ্য স্তরের নেতা)
  • আশিস দত্ত ও বাপ্পা মজুমদার (আলিপুরদুয়ার)
  • কার্তিক পাল ও প্রফুল্ল বর্মন (উত্তর দিনাজপুর)
  • সত্যেন রায় (প্রাক্তন বিধায়ক) ও দেবাশিস মজুমদার (দক্ষিণ দিনাজপুর)
  • সণ্ময় বন্দ্যোপাধ্যায় (উত্তর ২৪ পরগণা)
  • চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় (দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের, চেয়ারম্যান)
  • নিত্যানন্দ চট্টোপাধ্যায় (পূর্ব বর্ধমান)
  • গৌতম রায় (পুরুলিয়া)
  • সমীরণ মিশ্র (হুগলি জেলা পরিষদ, অধ্যক্ষ)
  • দেবাশিস মুখোপাধ্যায় (ডানকুনি মিউনিসিপ্যালিটি, ভাইস চেয়ারম্যান)
  • ইন্দ্রজিৎ দত্ত (হুগলি)
  • গৌতম মাঝি (হুগলি)
  • অধ্যাপক ওহেদুল হক (রাজ্যস্তরের নেতা)
  • পারভেজ রহমান (প্রাক্তন বিধায়ক, হুগলি)
  • আলমগীর মোল্লা (হুগলি)
  • কবিরুল ইসলাম (তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি)
  • কারাম হোসেন খান (বীরভূম)


স্বভাবতই বাংলার রাজনীতির ইতিহাসে এটাই সবথেকে বড় ভাঙন আর দলবদলের পালা। এর আগে এত নেতা, বিধায়কদের একসাথে কোনও দলে যোগ দিতে কখনো দেখা যায়নি।