করোনা টিকা নিতে নাম নথিভুক্ত করতে পরিচয় পত্র হিসেবে কি কি লাগবে, জেনে নিন 



ভারতে আগামী ছয় থেকে সাত মাসে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ও সামনের সারিতে থাকা করোনা যোদ্ধারা টিকাকরণে অগ্রাধিকার পাবেন। তবে টিকা নিতে হলে নাম নথিভুক্ত করাতে হবে। নথিভুক্তকরণের জন্য পরিচয় পত্র দিতে লাগবে। নথিভুক্তকরণের সময় সচিত্র পরিচয় পত্র জমা দিতে হবে এবং করোনা টিকা দেওয়ার সময় তা যাচাই করে দেখে নেওয়া হবে বলেই খবর। ইচ্ছুক ব্যক্তি টিকা পেলেন কিনা তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে করোনা প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আরও পড়ুনঃ করোনা ভাইরাস তাঁর চরিত্র বদল করে নুতন রূপে-করোনার থেকেও ভায়ানক, আবার নুতন বিপদে বিশ্ব! new coronavirus mutation more contagious

করোনা টিকা নিতে নাম নথিভুক্ত করতে যেসব নথি লাগবে--

  • ভোটার আই কার্ড বা সচিত্র পরিচয় পত্র
  • প্যান কার্ড
  • পাসপোর্ট
  • ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাস বুক
  • ড্রাইভিং লাইসেন্স
  • পেনশন প্রাপকদের নথি
  • শ্রম মন্ত্রকের অধীনে ইস্যু করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড
  • মহাত্মা গান্ধী জাতীয় রোজগার যোজনা প্রকল্পের আওতায় থাকা জব কার্ড
  • বিধায়ক, সাংসদ, পুরপিতাদের পরিচয় পত্র
  • কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা পরিচয় পত্র
  • পাবলিক লিমিটেড কোম্পানির ইস্যু করা পরিচয় পত্র